শ্রীমঙ্গল প্রেসক্লাবের কম্বল বিতরণ
সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে গরিব ও ছিন্নমূল মানুষদের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে শতাধিক ছিন্নমূল ও গরীব মানুষের মধ্য এসব কম্বল বিতরণ করেণ সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক হোসেন, নতুন ধারা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য নূরুন্নাহার আক্তার চৈতী, প্রেসক্লাবে সহসভাপতি মো.ইসমাইল মাহমুদ ও আহমেদ ফারুক মিল্লাত প্রমুখ।
প্রেসক্লাবে পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও ভবিষ্যতে দরিদ্র মানুষদের কল্যাণে কাজ করে যাওয়ার ইচ্ছে রয়েছে প্রেসক্লাব নেতৃবৃন্দের।



মন্তব্য করুন