শ্রীমঙ্গলে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ভাষার লড়াই ও স্বাধীনতার সংগ্রাম স্বরণে এই বাংলায় পাঠাগার এর আয়োজনে শ্রীমঙ্গলে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৬ ফেব্রুয়ারী সকালে মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আবৃত্তি প্রতিযোগিতায় ক- বিভাগ- শিশু শ্রেণি থেকে ৫ম শেণি খ-বিভাগ-৬ষ্ঠ থেকে দশম শ্রেণি গ-বিভাগ- কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা প্রত্যেক বিভাগের জন্য নির্ধারিত কবিতা আবৃত্তি করে। তিনটি বিভাগ থেকে ৩ জন করে মোট ৯ জনকে সেরা আবৃত্তি হিসেবে পুরষ্কিত করা হয়েছে।
অনুষ্ঠানে বিচারক মন্ডলী ছিলেন দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক দীপ্তা চৌধুরী, ব্র্যাক কর্মকর্তা রাজীব রায়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী আছমা, মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মৌসুমী রায়, মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শহিদ উল্লাহ, দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল পাপ্পু প্রমুখ।



মন্তব্য করুন