শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ অনেক দিন পর গতানুগতিক কর্মব্যস্ততাকে দূরে ফেলে দিয়ে বসন্তের তৃতীয় বর্নীল দিনে দল বেঁধে ডটমিটরীতে প্রবেশ, সম্মিলিত কণ্ঠে দেশাত্ববোধক গান, স্মৃতিচারণ, আড্ডায় মুখর এক আনন্দঘন পরিবেশে একত্রিত হয়েছিল শ্রীমঙ্গল শহর, শহরতলীসহ বিভিন্ন এলাকা থেকে আসা শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি পরিবারের সদস্যরা।
বৈচিত্রময় গান, আড্ডা আর কথামালার ফুলঝরিতে শুক্রবার ১৬ ফেব্রুয়ারী কমলগঞ্জের লাউয়া ছড়া ডরমিটরীতে শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি আয়োজিত বার্ষিক শিক্ষা সফর হয়ে উঠে উৎসবমুখর। ভুরিভোজ, আড্ডা, বক্তৃতা, দেশাত্ববোধক গানসহ নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির বার্ষিক শিক্ষা সফরে সামিল হন শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও শিক্ষাবিদগণ।
শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির আয়োজনে বার্ষিক শিক্ষা সফর শুক্রবার কমলগঞ্জের ডরমিটরীতে বিকালে শেষ হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল থেকে শিক্ষা সফরের গাড়ি যাত্রা করে কমলগঞ্জে।শিক্ষা সফরে অংশ নেয় ক্লাসিক আইডিয়াল স্কুল, দি লাইফস গুড মডেল স্কুল, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, দিপশিখা প্রি ক্যাডেট স্কুল, রোজ ভিউ স্কুল, মডেল একাডেমি, এভারেস্ট মডেল কেজি স্কুল, সাউথ বালিশিরা কেজি স্কুল, আল হেরা ইসলামি কেজি, আব্দুল জাব্বার স্কুলসহ প্রায় ১৫ টি কিন্ডারগার্টেন স্কুল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উপদেষ্টা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ইসমাইল মাহমুদ, মোহাজিরাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামরুল হাছান, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষ সমিতির উপদেষ্টা ডা. মোঃ একরামুল কবির।
আরও উপস্থিত ছিলেন লাইফ গুড মডেল স্কুলের প্রধান শিক্ষক কাজী আছমা আক্তার, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সপাল লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির, ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া, রোজ ভিউর মডেল স্কুলের প্রিন্সিপাল আনোয়ারুল হক বায়েছ, ক্লাসিক আইডিয়াল স্কুলের শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ।



মন্তব্য করুন