শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযান
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ‘মাতৃভাষা মায়ের ভাষা’ শীর্ষক আলোচনা সভা ও ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল। কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে বুধবার ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট আলেম, সমাজসেবক মাওলানা এম এ রহীম নোমানী। সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, শারমিন জান্নাত, সাজেরা খাতুন ও জাকিয়া আক্তার।
এদিকে সকাল ৮ টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে পৌর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করত; পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।



মন্তব্য করুন