৩৮টি চা বাগানে ৩৯১ জন যক্ষ্মা রোগী সনাক্ত

February 27, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ চা শিল্পাঞ্চলের ৩৮টি চা বাগানে ৯ মাসে (এপ্রিল ২০১৭ থেকে জানুয়ারি ২০১৮) ২ হাজার ৪৯০ জন চা শ্রমিকের স্বাস্থ্য (কফ ও অন্যান্য) পরীক্ষা করে মোট ৩৯১ জন যক্ষ্মা রোগি সনাক্ত করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে চা ও রাবার বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকদের নিয়ে হীড বাংলাদেশ-এর চ্যালেঞ্জ টিবি প্রকল্পের এক সেমিনারে এ তথ্য জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন চ্যালেঞ্জ টিবি প্রকল্পের পরিচালক মনোরো জ্যাকব, প্রজেক্ট ম্যানেজার মিমন মার্দি, ডিস্টিক্ট প্রজেক্ট অফিসার তাপস বাড়ই, এম এন্ড ই অফিসার শ্রীবাস্তিন বিশ্বাস ও সাংবাদিক ইসমাইল মাহমুদ। উপস্থিত ছিলেন প্রকল্পের মেডিকেল টেকনোলজিস্ট রিংটু কুমার সিং, ফিল্ড সুপারভাইজার জেমস সরেন।

উল্লেখ্য, হীড বাংলাদেশ, কমলগঞ্জ চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলায় ১৮৪টি চা বাগান, ৭২টি খাসিয়া পুঞ্জি, ৫৬টি রাবার বাগানে যক্ষ্মা নিয়ন্ত্রণে কাজ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com