রিফাত উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে সেরা নির্বাচিত

February 28, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার কাঁঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র আব্দুল্লাহ রিফাত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় উপস্থিত বক্তৃতায় সিলেট বিভাগীয় পর্যায়ে সেরা নির্বাচিত হয়েছে। এবার জাতীয় পর্যায়ে ওই প্রতিযোগিতায় সে অংশ নেবে। 

জানা গেছে, মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি সিলেট প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতায় আব্দুল্লাহ রিফাত অংশ নিয়ে প্রথমস্থান অধিকার করে। অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক তাহমিনা খাতুন। আব্দুল্লাহ রিফাত বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেড ক্লার্ক কাম হেড একাউন্টেন্ট সেলিম রেজা রুনু ও কাঁঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভীন আক্তারে একমাত্র ছেলে। রিফাতের এই সাফল্যে ভীষণ খুশি তার মা-বাবা। তারা রিফাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com