বিজিবিকে আধুনিক ও বিশ্বমানের বাহিনী করতে করতে হবে… বিজিবি সেক্টর কমান্ডার

March 1, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন, মাদবদ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে “সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক ইলেক্ট্রনিক গ্রেজেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারী বুধবার সকালে ৪৬ বিজিবির দরবার হলে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল মো: জাহিদ হোসেন। সেমিনারে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন। মুল বক্তব্য উপস্থাপন করেন ৫৫ বিজিবির উপ- অধিনায়ক মেজর মোহাম্মদ মঙ্গন উদ্দিন। মেজর খালেদের  সঞ্চালনায় আরও বক্তব্যদেন হবিগঞ্জ পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের প্রভাষক জুয়েল দাস, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী। এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোবাশশেরুল ইসলাম, মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তা সুবোধ দাশ, শ্রীমঙ্গল সার্কেল সিনিয়র এএসপি আশরাফুজ্জামান ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান। 

সেমিনারে আধুনিক ইলেকট্রনিক গ্রেজেট ব্যবহারের বিভিন্ন দিন নিয়ে বক্তারা আলোচনা করেন। এ সময়  প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখে যদি বাংলাদেশ স্বাধীন করতে পারেন তাহলে আমরা কেন বিজিবিকে আধুনিক ও বিশ্বমানের বাহিনী করতে পারবো না। তিনি বলেন, আমরা কতটা পিছিয়ে আছি তা অন্যদেশের আধুনিকায়নের অবস্থা দেখেই বুঝাযায়। তবে আমরাও একদিন উন্নত দেশগুলোর মতো সুসজ্জিত বাহিনীতে পরিনত হবো যা বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।  সেমিনার শেষে বিজিবির পক্ষ থেকে অতিথিদের সোভেনীড় উপহার দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com