পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সারাদেশের ন্যায় শ্রীমঙ্গল পরিবার পরিকল্পনা মাঠ কর্মকারী সমিতির আয়োজনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন চলমান নিয়োগবিধিসহ অন্যান্য জরুরী চাকুরীগত সমস্যার সমাধানের লক্ষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি।
৫ মার্চ সোমবার সকাল ১১টায় সংগঠনের শ্রীমঙ্গল শাখার সভাপতি ধীমান চন্দ্র বসাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামাল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা মাঠ কর্মকারী সমিতির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, শ্রীমঙ্গল শাখার সহ সভাপতি খোকন মিয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়াউল হোসেন, বিশ্বজিৎ চক্রবর্তী, পরিবার কল্যান সহকারী নিয়তি রানী রায়, মঞ্জু রানী দে প্রমুখ।
মানববন্ধনে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারী পদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ সহ নিয়োগবিধি দ্রত বাস্তবায়নের দাবী জানানো হয়।



মন্তব্য করুন