শ্রীমঙ্গলে গ্রাম পুলিশদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
March 12, 2018,
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে গ্রাম পুলিশ দের নিয়ে গ্রাম আদালত বিষয়ে দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১ মার্চ সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রোমে আয়োজিত এ কর্মশালায় উপজেলার ৯টি ইউনিয়নের ২৫জন গ্রাম পুলিশ অংশগ্রহন করেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রতল্পের মৌলভীবাজার ফেসিলেটর মো: মাহবুব উল আলম, শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভীন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী। কর্মশালায় স্থানীয় বিরোধ নিষ্পত্তিকরা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের সক্ষমতা বৃদ্ধি করা সম্পর্কে গ্রাম আদালতের ধারণা নেওয়ার লক্ষ্যে সেমিনারে অংশগ্রহনকারী গ্রাম পুলিশদের উদ্বুদ্ধ করা হয়।



মন্তব্য করুন