শ্রীমঙ্গল উপজেলা কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণে সভা

March 14, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক ভূইয়ার স্মরণে বুধবার ১৪ জানুয়ারি বিকাল ৩ টায়, শহরের গুহরোডস্থ ক্লাসিক আইডিয়াল স্কুল মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সভাপতি বিমান চন্দ্র দে’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক বায়েছের সঞ্চালনায় সভায় প্রধানঅতিথির বক্তৃতা করেন শ্রীমঙ্গল উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উপদেষ্টা, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সভাপতি ইসমাইল মাহমুদ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রীমঙ্গল উপজেলা কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির উপদেষ্টা ডা. একরামুল কবির।
আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, দি লাইফস গুড মডেল স্কুলের প্রধান শিক্ষক কাজী আসমা, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির, বিষা মনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েরপ্রধানশিক্ষকশাহআলম, দ্বীপশিখাপ্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক রতœা বেগম প্রমুখ।
সভায় বক্তারা প্রাক্তন সভাপতির বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক আলোচনা করেন। পরিশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্মরণ সভায় শ্রীমঙ্গল উপজেলা কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির অন্তর্ভুুক্ত বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com