৩১ মার্চ মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাচন : ১৫টি পদে ২২ জন প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ

March 16, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন আগামী ৩১ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। মোট ১৫টি পদে ২২ জন প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৪ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদন্ধিতা করছেন। একক প্রার্থী হিসেবে ৮ জনের চুরান্ত তালিকা প্রকাশ করা হয়।
১৫ মার্চ সন্ধ্যায় নির্বাচন কমিশনের আহ্বায়ক আব্দুল মছব্বির অ্যাডভোকেট বিভিন্ন পদে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। সভাপতি পদে আবদুল হামিদ মাহবুব ও সরওয়ার আহমদ। সহ-সভাপতি পদে নুরুল ইসলাম শেফুল, সৈয়দ মহসীন পারভেজ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন ও অশোক কুমার দাশ। সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আহমদ ও সালেহ এলাহী কুটি। যুগ্ম-সম্পাদক পদে নজরুল ইসলাম মুহিব, নূরুল ইসলাম, এস এম মেহেদী হাসান ও শেখ সিরাজুল ইসলাম সিরাজ। কোষাধ্যক্ষ পদে শাহ অলিদুর রহমান ও পান্না দত্ত।
একক চুরান্ত বৈধ প্রার্থীরা হচ্ছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুজাহিদ আহমদ, দফতর সম্পাদক পদে পার্থ সারথী পাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মাহবুবুর রহমান রাহেল।
কার্যকরী সদস্য পদে দেওয়ান মুক্তাদির গাজী, মোঃ আজাদুর রহমান, স,ই,সরকার জবলু, বকসী মিছবাহ্ উর রহমান, আফরোজ আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com