বাংলার নাট্যলোক এর ১ যুগ পুর্তি উপলক্ষ্যে চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বাংলার নাট্যলোক এর ১ যুগ পুর্তি উপলক্ষ্যে ২০ টি স্কুলের ৭৮ জন ছাত্র ছাত্রী নিয়ে চিত্রাংকণ অনুষ্ঠানের আয়োজন করে, বৃহস্পতিবার ১৫ মার্চ বিকাল ৫ টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে। চিত্রাংকণ অনুষ্ঠানে, বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শেখ
নাঈম( দিপু) ফাহাতেমা জুবিরি মরিওম প্রিয়তি জেলা শিল্পকলা একাডেমী, দুলাল বড়ুয়া, মোঃ ফরিদ সহ। চিত্রাংকন শেষে সংগঠনের সভাপতি দুরুদ আহমেদ জানান আগামী ১ এপ্রিল ১ যুগ পুর্তির মূল অনুষ্ঠানের মধ্যে বিজয়ীদেরকে এবং অংশগ্রহন কারি ছাত্র ছাত্রীকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরন করা হবে, এ সময়ে উপস্থিত ছিলেন বাংলার নাট্যলোকের নেতা কর্মীর মধ্যে রুবেল খাঁ, ডাঃ দিলীপ রায়, এল আর মাষ্টার দিলীপ, কে পি এস বিজয়, জোনাকি আক্তার আয়শা, শেখ ফারহানা আক্তার মুন্নি প্রমুখ।



মন্তব্য করুন