জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালিত : কোনটি সঠিক ৯৮তম  না ৯৯ তম

March 17, 2018,

স্টাফ রিপোর্টার॥ নানা আয়োজনে সরকারী ও বেসরকারীভাবে মৌলভীবাজারে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। কিন্তু জেলা প্রশাসনের কার্ডে ব্যবহৃত ৯৮তম জনবার্ষিকীর বিষয়টিকে তোয়াক্কা না করে কিছু প্রতিষ্ঠান ৯৯তম জন্মদিবস উল্লেখ করেছে। এ নিয়ে জনসাধারণ পড়েছেন বিভ্রান্তিতে।

১৭ মার্চ শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা স্থানীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। পুষ্পস্তবক অর্পনের ফুলের তোড়ায় কয়েকটি প্রতিষ্ঠান ৯৯তম জন্মদিন উল্লেখ করে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিভিল সার্জনের অফিস, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ৯৯তম জন্মদিবস উল্লেখ করে।

এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানগুলো জেলা প্রশাসনের কার্ডে ব্যবহৃত ৯৮তম জন্মবার্ষিকী উল্লেখ করেছে। জাতির জনকের জন্মদিন ৯৮ ও ৯৯ নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রশ্নের তৈরী হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষ পড়েছেন বিভ্রান্তিতে। আসলে সঠিক হবে কোনটি। সচেতন মানুষের দাবি সরকারি অফিসগুলো বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে যে তথ্য দিচ্ছে তার কোনটি সঠিক সেটি পরিষ্কার করার জন্য। এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com