হাতে-নাতে ধরা পড়লো মোটর সাইকেল চোর
March 18, 2018,
ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় মোটর সাইকেল চুরির সময় জনসাধারণের কাছে ধরা পড়া এক মটর সাইকেল চোর। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় পুলিশ।
শনিবার ১৭ মার্চ বিকেলে শহরের পশ্চিমবাজার পয়েন্টর একটি হার্ডওয়্যারের দোকানের সামনে রাখা একটি মোটর সাইকেল
চোরির চেষ্টাকালে স্থানীয় দোকানদার ও জনসাধারণ তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেফতার করে। আটককৃত হল সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকার আকরাম আলীর ছেলে তাহেরুল ইসলাম (২০)।
মৌলভীবাজার মডেল থানার এসআই মধুসুদন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরে আমরা তাকে আটক করেছি। সে প্রাথমিক ভাবে চোরির বিষয়টি স্বীকার করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।



মন্তব্য করুন