বেগম জিয়ার মুক্তির দাবীতে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ

March 18, 2018,

স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবুর মুক্তির দাবী ও ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। রোববার ১৮ মার্চ দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের পশ্চিম বাজার হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন হাসপাতাল সড়কস্থ আল হামরা প্রাইভেট হাসপাতাল সম্মুখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল-এর পরিচালনায় এসময় বক্তব্য দেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন বাদশা, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি নেতা সামছুল হক সামা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাম্মির হাবিব চৌধুরী রবিন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক ও ইউ পি সদস্য মুনাহিম কবির প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com