যুক্তরাষ্ট্রে আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশীপ পেলেন রাফসান ভূঞা

July 5, 2013,

যুক্তরাষ্ট্রস্থ ইন্টারন্যাশনাল কমিউনিটি হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কমেনি সিমেন্ট সিরিমনি ২০১৩ গত ২৪ জুন সোমবার সন্ধ্যায় হসটস কমিউনিটি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মিস ম্যারিয়া ডামাটো এর পরিচালনায় ‘টুডে ইজ এ নিউ ডে’ এই কথাটিকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন আইসি এইচ এস শিক্ষক এস্থোনি ডিমোর। নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন গ্রাজুয়েটেড ছাত্র-ছাত্রী এক্সীবার পেরেজ, লওরডেস ড্যানী ও ফারনানডু ফ্যারিজ। অনুষ্ঠানের গুরুত্ব ও ছাত্র-ছাত্রীদের করণীয় বিষয়ে বলেন কিনোট স্পিকার মিঃ মাইকেল বারডে ও প্রিন্সিপাল মিস ভেরেনা ক্যাবারেজ। গ্রাজুয়েটেড ছাত্র-ছাত্রী, অভিভাবক অতিথিদের অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে প্রিন্সিপাল মিস ভেরেনা ক্যাবারেজ বলেন, আই সিএইচ এস দিনে দিনে উন্নতি ও অগ্রগতি লাভ করছে এবং বেশ সুনাম অর্জন করছে। এই উন্নয়ন, অগ্রগতি ও সুনামের প্রাণশক্তি হচ্ছে আমাদের সুপ্রিয় ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন, অনুশীলন ও শৃঙ্খলাবোধ। আমি আশাবাদী এই ধারা অব্যাহত থাকবে সুন্দর আগামীর জন্য। এ্যাওয়ার্ড ও স্কলারশীপ বিতরণ পর্ব পরিচালনা করেন মিস সারাহ জোসেফ। আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশীপ বিতরন কালে মিস সারাহ জোসেফ অশ্রু সজল কন্ঠে সোহানের স্মৃতিচারণ করে রলেন, বাংলাদেশী বংশোদ্ভূত কৃতি ছাত্র আহমদ সোহান আজ আমাদের মাঝে নেই, সে আছে আমাদের মনের গভীরে, অস্তিত্বের শিকড়ে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। সারাহ জোসেফ আরও বলেন, মেধার বিকাশে জ্ঞানার্জন অভাবনীয় অদম্য বাসনা নিয়ে সোহান শিক্ষা জীবন প্রতিটি পর্যায়েই তার নিরবিচ্ছিন্ন শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। তাছাড়াও স্কুলে গভীর বন্ধুত্ব ও নেতৃত্ব দেবার মাধ্যমে ভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীদের পরস্পরের মধ্যে সৌহার্দ্য গড়ে তোলার নজির বিহীন দৃষ্টান্ত সৃষ্টি কারক সোহান। সব দিক বিবেচনা করে এ বছর আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশীপ এ্যাওয়ার্ড প্রদান করা হয় কৃতিছাত্র মোহাম্মদ রাফসান ভূঞাঁকে এবং মোহাম্মদ জালো মেমোরিয়াল স্কলারশীপ এ্যাওয়ার্ড লাভ করেন ম্যারিয়া ডেনেয়ন। উল্লেখ্য, ২০১০ সালের ২৪ জুন এরকম একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বেশ কয়েকটি এ্যাওয়ার্ড প্রাপ্ত আই,সি,এইচএস এর কৃতি ছাত্র আহমদ জে. সোহান কলেজ জীবন শুরু করার দু সপ্তাহের মধ্যে ৬ সেপ্টেম্বর নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুববরণ করেন এবং ২০১১ সাল থেকে আইসি এইচ এস কর্তৃপক্ষ আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশীপ প্রবর্তন করেন। ২০১১ সালে ফিলিপিনো বংশোদ্ভূত জোহানেস জ্যাকব ও ২০১২ সালে আফ্রিকান বংশোদ্ভূত উমর ভাট্টেকে আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশীপ প্রদান করা হয়। এই স্কলারশীপ প্রবর্তন করার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং এ বছর এ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশী বংশোদ্ভূত মেধাবী ছাত্র মোহাম্মদ রাফসান আলম ভূঞাকে অভিনন্দন জানান। বাংলাদেশী কমিউনিটির আমব্রেলা অর্গেনাইজেশন-বাংলাদেশ সোসাইটি ইন্ক এর ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ডাঃ মইনুল ইসলাম মিয়া, কার্যকরী কমিটির সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোল্লা মোহাম্মদ মাসুদ, সোহানের মা জাহানারা আহমদ লক্ষী ও বাবা বাংলাদেশ সোসাইটির সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ।
যুক্তরাষ্ট্রস্থ ইন্টারন্যাশনাল কমিউনিটি হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কমেনি সিমেন্ট সিরিমনি ২০১৩ গত ২৪ জুন সোমবার সন্ধ্যায় হসটস কমিউনিটি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মিস ম্যারিয়া ডামাটো এর পরিচালনায় ‘টুডে ইজ এ নিউ ডে’ এই কথাটিকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন আইসি এইচ এস শিক্ষক এস্থোনি ডিমোর। নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন গ্রাজুয়েটেড ছাত্র-ছাত্রী এক্সীবার পেরেজ, লওরডেস ড্যানী ও ফারনানডু ফ্যারিজ। অনুষ্ঠানের গুরুত্ব ও ছাত্র-ছাত্রীদের করণীয় বিষয়ে বলেন কিনোট স্পিকার মিঃ মাইকেল বারডে ও প্রিন্সিপাল মিস ভেরেনা ক্যাবারেজ। গ্রাজুয়েটেড ছাত্র-ছাত্রী, অভিভাবক অতিথিদের অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে প্রিন্সিপাল মিস ভেরেনা ক্যাবারেজ বলেন, আই সিএইচ এস দিনে দিনে উন্নতি ও অগ্রগতি লাভ করছে এবং বেশ সুনাম অর্জন করছে। এই উন্নয়ন, অগ্রগতি ও সুনামের প্রাণশক্তি হচ্ছে আমাদের সুপ্রিয় ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন, অনুশীলন ও শৃঙ্খলাবোধ। আমি আশাবাদী এই ধারা অব্যাহত থাকবে সুন্দর আগামীর জন্য। এ্যাওয়ার্ড ও স্কলারশীপ বিতরণ পর্ব পরিচালনা করেন মিস সারাহ জোসেফ। আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশীপ বিতরন কালে মিস সারাহ জোসেফ অশ্রু সজল কন্ঠে সোহানের স্মৃতিচারণ করে রলেন, বাংলাদেশী বংশোদ্ভূত কৃতি ছাত্র আহমদ সোহান আজ আমাদের মাঝে নেই, সে আছে আমাদের মনের গভীরে, অস্তিত্বের শিকড়ে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। সারাহ জোসেফ আরও বলেন, মেধার বিকাশে জ্ঞানার্জন অভাবনীয় অদম্য বাসনা নিয়ে সোহান শিক্ষা জীবন প্রতিটি পর্যায়েই তার নিরবিচ্ছিন্ন শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। তাছাড়াও স্কুলে গভীর বন্ধুত্ব ও নেতৃত্ব দেবার মাধ্যমে ভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীদের পরস্পরের মধ্যে সৌহার্দ্য গড়ে তোলার নজির বিহীন দৃষ্টান্ত সৃষ্টি কারক সোহান। সব দিক বিবেচনা করে এ বছর আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশীপ এ্যাওয়ার্ড প্রদান করা হয় কৃতিছাত্র মোহাম্মদ রাফসান ভূঞাঁকে এবং মোহাম্মদ জালো মেমোরিয়াল স্কলারশীপ এ্যাওয়ার্ড লাভ করেন ম্যারিয়া ডেনেয়ন। উল্লেখ্য, ২০১০ সালের ২৪ জুন এরকম একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বেশ কয়েকটি এ্যাওয়ার্ড প্রাপ্ত আই,সি,এইচএস এর কৃতি ছাত্র আহমদ জে. সোহান কলেজ জীবন শুরু করার দু সপ্তাহের মধ্যে ৬ সেপ্টেম্বর নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুববরণ করেন এবং ২০১১ সাল থেকে আইসি এইচ এস কর্তৃপক্ষ আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশীপ প্রবর্তন করেন। ২০১১ সালে ফিলিপিনো বংশোদ্ভূত জোহানেস জ্যাকব ও ২০১২ সালে আফ্রিকান বংশোদ্ভূত উমর ভাট্টেকে আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশীপ প্রদান করা হয়। এই স্কলারশীপ প্রবর্তন করার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং এ বছর এ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশী বংশোদ্ভূত মেধাবী ছাত্র মোহাম্মদ রাফসান আলম ভূঞাকে অভিনন্দন জানান। বাংলাদেশী কমিউনিটির আমব্রেলা অর্গেনাইজেশন-বাংলাদেশ সোসাইটি ইন্ক এর ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ডাঃ মইনুল ইসলাম মিয়া, কার্যকরী কমিটির সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোল্লা মোহাম্মদ মাসুদ, সোহানের মা জাহানারা আহমদ লক্ষী ও বাবা বাংলাদেশ সোসাইটির সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। কুলাউড়া অফিস :

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com