সংগীত ভগবান কথাকীর্ত্তন মহোৎসব অনুষ্ঠিত

September 13, 2013,

মানুষ ও জীবকে ইশ্বরমুখী করার প্রত্যয়ে। সংগীত ভগবত কথাকীর্ত্তন মহোৎসব শুরু হয়েছে মৌলভীবাজারে । ভারতের শ্রীরাম বৃন্দাবন থেকে আগত আন্তর্জাতিক শ্রী চৈতন্য আপ্রকৃত সংঘের প্রতিষ্টাতা আচার্য পাদ শীল ভক্তি প্রপন্ন বতি গোস্বামী মহারাজ তিনদিন ব্যাপি কথাকীর্ত্তনে বক্তব্য রাখবেন। আন্তর্জাতিক শ্রী চৈতন্য আপ্রকৃত সংঘ (সিটিএম) মৌলভীবাজার শাখার উদ্যোগে। শহরের শ্রী মদন মোহন জিউর আখড়াতে ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর তিনদিন ব্যাপি সংগীত ভগবান কথাকীর্ত্তন মহোৎসব অনুষ্টিত হয়। সংগীত ভগবত কথাকীর্ত্তন মহোৎসবে উদ্বোধনী অধিবেশনে মানুষ ও জীবকে ইশ্বরমুখী করার পাশাপাশি শ্রদ্ধা ভালোবাসার যুগ সাধনায় অসাম্প্রদায়িক চেতনা বিষয়ে বক্তব্য রাখেন প্রধান অথিতি আচার্য পাদ শীল ভক্তি প্রপন্ন বতি গোস্বামী মহারাজ । তার মতে সমাজের নিকৃষ্ট মানুষ. ধর্মের প্রতি যার কোনো বিশ্বাস নেই তারাই সাম্প্রদায়িকতার জন্ম দেয়। আয়োজক সুত্রে জানা গেছে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত বারটা পর্যন্ত সংগীত ভগবত কথাকীর্ত্তন ও প্রসাদ বিতরন করা হবে ।
মানুষ ও জীবকে ইশ্বরমুখী করার প্রত্যয়ে। সংগীত ভগবত কথাকীর্ত্তন মহোৎসব শুরু হয়েছে মৌলভীবাজারে । ভারতের শ্রীরাম বৃন্দাবন থেকে আগত আন্তর্জাতিক শ্রী চৈতন্য আপ্রকৃত সংঘের প্রতিষ্টাতা আচার্য পাদ শীল ভক্তি প্রপন্ন বতি গোস্বামী মহারাজ তিনদিন ব্যাপি কথাকীর্ত্তনে বক্তব্য রাখবেন। আন্তর্জাতিক শ্রী চৈতন্য আপ্রকৃত সংঘ (সিটিএম) মৌলভীবাজার শাখার উদ্যোগে। শহরের শ্রী মদন মোহন জিউর আখড়াতে ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর তিনদিন ব্যাপি সংগীত ভগবান কথাকীর্ত্তন মহোৎসব অনুষ্টিত হয়। সংগীত ভগবত কথাকীর্ত্তন মহোৎসবে উদ্বোধনী অধিবেশনে মানুষ ও জীবকে ইশ্বরমুখী করার পাশাপাশি শ্রদ্ধা ভালোবাসার যুগ সাধনায় অসাম্প্রদায়িক চেতনা বিষয়ে বক্তব্য রাখেন প্রধান অথিতি আচার্য পাদ শীল ভক্তি প্রপন্ন বতি গোস্বামী মহারাজ । তার মতে সমাজের নিকৃষ্ট মানুষ. ধর্মের প্রতি যার কোনো বিশ্বাস নেই তারাই সাম্প্রদায়িকতার জন্ম দেয়। আয়োজক সুত্রে জানা গেছে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত বারটা পর্যন্ত সংগীত ভগবত কথাকীর্ত্তন ও প্রসাদ বিতরন করা হবে । স্টাফ রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com