মৌলভীবাজারে সাধারণ ব্যাবসায়ীদের প্রতিবাদে বাণিজ্যমেলা বন্ধ

September 13, 2013,

মৌলভীবাজারে বানিজ্য মেলা বন্ধের দাবীতে জেলা প্রশাসকের উদ্যোগে ব্যবসায়ী ও চেম্বার অব কর্মাসের নেতৃবিন্দকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় জেলা প্রসাশক মো: কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, ব্যবসায়ী নেতা কামরান আহমদ সহ জেলার সকল ব্যবসায়ী ও চেম্বারের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জেলা প্রসাশক মো: কামরুল হাসান জানান, আলোচনায় সকলের সম্মতিক্রমে ব্যণিজ্য মেলা ঈদ ও দূর্গা পূজার পরে অনুষ্টিত হবে। উল্লেখ্য, শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১০০টি স্টল নির্মাণ করে বাণিজ্য মেলা প্রস্তুতি আয়োজন করেছে অয়োজকরা।
মৌলভীবাজারে বানিজ্য মেলা বন্ধের দাবীতে জেলা প্রশাসকের উদ্যোগে ব্যবসায়ী ও চেম্বার অব কর্মাসের নেতৃবিন্দকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় জেলা প্রসাশক মো: কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, ব্যবসায়ী নেতা কামরান আহমদ সহ জেলার সকল ব্যবসায়ী ও চেম্বারের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জেলা প্রসাশক মো: কামরুল হাসান জানান, আলোচনায় সকলের সম্মতিক্রমে ব্যণিজ্য মেলা ঈদ ও দূর্গা পূজার পরে অনুষ্টিত হবে। উল্লেখ্য, শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১০০টি স্টল নির্মাণ করে বাণিজ্য মেলা প্রস্তুতি আয়োজন করেছে অয়োজকরা। মাহবুবুর রহমান রাহেল॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com