মব সৃষ্টিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজার মহিলা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

August 19, 2025,

স্টাফ রিপোর্টার : কলেজের প্রবেশ পথে মব সৃষ্টিকারী দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও বিএনপি নেতা মতিন বক্সের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন পালন করে শিক্ষার্থীরা।

মঙ্গলবার ১৯ আগস্ট আড়াইটার দিকে প্রেসক্লাব সম্মুখে মানববন্ধনে অংশ নেয় মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শতাধিক শিক্ষার্থী। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী নুসরাত জাহান, নাহিদা জন্নাত, জেরিন, শেখ সুমা, নিহা সহ অন্যান্যরা। এর আগে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল সহকারে প্রেসক্লাবের সামনে পৌঁছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বিএনপি নেতা মতিন বক্স দলীয় দাপটে আমাদের কলেজের সম্মানিত শিক্ষকদের গালিগালাজ করে মারমুখী হয়ে দলবল নিয়ে তেড়ে আসেন। এসময় শিক্ষকদের সাথে চরম খারাপ আচরণ করেন। তিনি ৪০/৫০ জন লোক নিয়ে কলেজের প্রবেশদ্বারে মব সৃষ্টি করেন। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে শিক্ষকদের অশালীন মন্তব্য করে হেনেস্তা করেন। এতে শিক্ষক সমাজ যেমন অসম্মানিত হয়েছেন। তেমনি শিক্ষার্থীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন। শিক্ষার্থীরা বলেন বেশ কিছুদিন যাবত আমরা একটি সমস্যা পরিলক্ষিত করে আসছি। দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এবং কতিপয় অভিভাবক আমাদের কলেজে যাতায়াতের পথে বাধা দিচ্ছেন। আমাদের যানবাহন আটকে দিচ্ছেন। এতে কোর্ট পয়েন্ট থেকে কলেজের ভিতরে প্রায় ৩শ মিটার রাস্তা হেঁটে যেতে বাধ্য হচ্ছি। এর কারণে আমরা সঠিক সময়ে ক্লাসে এবং পরীক্ষায় উপস্থিত হতে সমস্যা হচ্ছে। দ্বাদশ শ্রেণির আমাদের একজন বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠী রয়েছে সে ঠিকমত হাঁটতেও পারে না। এমনকি তাকেও গাড়ি থেকে নামতে বাধ্য করা হচ্ছে। আমরা এতদিন এসব অভিভাবকদের রক্তচক্ষুর ভয়ে কিছু বলিনি।

কিন্তু ১৭ আগষ্ট ‘আমাদের শিক্ষকদেরকে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মতিন বক্স ও আরও কয়েকজন অভিভাবক যেভাবে হেনেস্তা করেছেন তাতে আমরা খুবই উদ্বেগ উৎকন্ঠায়। আমাদের অভিভাবকরা এই ঘটনার পূর্ণাঙ্গ ভিডিও দেখে আমাদেরকে কলেজে পাঠানো নিয়ে রয়েছেন চরম দুশ্চিন্তায়। হঠাৎ করে ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের চলাফেরার নিরাপত্তার অজুহাতে রাস্তা বন্ধ করে আমাদের সম্মানিত শিক্ষকদের হেনস্তাকারী মতিন বক্সসহ সম্পৃক্ত অভিভাবকদের এহেন সন্ত্রাসী কাজের তীব্র নিন্দা, প্রতিবাদ ও শাস্তির দাবি জানাচ্ছি। একইসাথে আমাদের কলেজে যাতায়াতের রাস্তা উন্মুক্ত করে দিয়ে এসব মব সৃষ্টিকারীদের আক্রমণাত্মক আচরণ থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মানববন্ধনে শিক্ষার্থীরা হঁশিয়ারি দিয়ে বলেন শিক্ষকদের মর্যাদা ক্ষুন্ন করার যেকোনো অপচেষ্টা তারা মেনে নেবে না। সেইসাথে ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ সময় তারা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

এদিকে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে অপর স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও বিএনপি নেতা মতিন বক্স এর নেতৃত্বে মব সৃষ্টি করে হেনেস্তার অভিযোগে ১৭ আগস্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়। ওই অভিযোগে বলা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৫ পরিচালনা ও দায়িত্ব পালনের জন্য মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ কলেজে প্রবেশকালে তাঁদের গাড়ি ও রিকশা দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বিএনপি নেতা মতিন বক্সের নেতৃত্বে কতিপয় লোকজন ও অভিভাবক ব্যারিকেড দিয়ে আটকে দেন। তাঁদেরকে বহনকারী যানবাহন থেকে জোরপূর্বক নামতে বাধ্য করেন। একটি রিকশায় একজন অসুস্থ শিক্ষক ছিলেন। তাঁকেও জোরপূর্বক রিকশা থেকে নামিয়ে দেয়া হয় এবং শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও অশোভন আচরণ করে শিক্ষক-কর্মকর্তাবৃন্দকে উত্তেজিত করে মব সৃষ্টি করেন। এই ঘটনাটির বিনা অনুমতিতে ধারণকৃত ভিডিও এর খন্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করা হয়। ওই ভাইরাল করা ভিডিওর ক্যাপশনে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ও কলেজের শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে নানা ধরনের অশালীন মন্তব্য করা হয়। কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা জানান এক মাস যাবৎ বিভিন্ন সময়ে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ এ ধরনের ঘটনার শিকার হয়ে আসছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com