শ্রীমঙ্গলে বিএনপি নেতা হাজী ফটিক মিয়া আর নেই

September 11, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতা ও কালাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ হাজী ফটিক মিয়া বার্ধ্যক্ষ্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

বুধবার ১০ সেপ্টেম্বর দুপুর ১টা ৪০মিনিটের সময় মৃত্যুবরণ করেন। মরহুমের প্রথম জানাজার নামাজ আছর নামাজের পর শ্রীমঙ্গল রূপশপুর জামে মসজিদে অনুষ্টিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ বাদ-মাগরীব বরুণা মাদ্রাসা মসজিদে অনুষ্টিত হয়। জানাজা নামাজে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

উনার মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও কালাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ  করেছেন। তারা মরহুমের রুহের মাগফেফরাত কামনা করেন এবং মরহমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com