শ্রীমঙ্গল সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছে মৌলভীবাজার জেলা বাগছাস
এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে সরকারি কলেজে সোমবার ১৫ সেপ্টেম্বর সকালে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা কার্ড দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) মৌলভীবাজার জেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন বাগছাস মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ন সদস্য সচিব দেলোয়ার হোসেন ও ইশিকা ইশা, সংগঠক তারেকুল ইসলাম এবং শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যবৃন্দ।
বাগছাস মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ন সদস্য সচিব ইশিকা ইশা বলেন, এর আগে গত ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীমঙ্গল সরকারি কলেজসহ জেলার বিভিন্ন কলেজে
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে সহযোগিতা প্রদানের লক্ষ্যে হেল্প ডেক্স চালু করা হয়েছিল। এর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে সহায়তা করা হয়। আজ আমরা শুভেচ্ছা জানিয়েছি। আমাদের অঙ্গিকার ক্যাম্পাসে সুষ্ঠু ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করা এবং অন্যায় ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকা।
বহু ভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর ১২১ তম জন্মবার্ষিকী ও লেখক হারুন চৌধুরী উপন্যাস ‘ মিশন আফগানিস্তান ‘ গ্রন্হের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
গতকাল ১৩ সেপ্টেম্বর ২০২৫ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা সভা, কবিতা পাঠ,সঙ্গীত সম্মননা ও কথাসাহিত্যিক হারুন চৌধুরী উপন্যাস গ্রন্হ ‘ মিশন আফগানিস্তান ‘ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বিশ্ব কবিমঞ্চ আহবায়ক পুলক কান্তি ধরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কবি,সাবেক সচিব ও রাষ্ট্রদূত এ এইচ মোফাজ্জল করিম সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নিরঞ্জন অধিকারী, সাবেক জাতীয় দলের ক্রিকেটার মঈনুল হক ও কবি রেজাউর রহমান চৌধুরী।
আলোচনা করেন লেখক অধ্যাপক ড. মোস্তফা দুলাল, রবীন্দ্র দেব ও গোলাম কিবরিয়া।
কবিতা পাঠ করেন মমতাজ জাহান করিম,আনোয়ারুল হক,কৃষ্ণ কান্ত বিশ্বাস অমিতা মজুমদার, লিলি শেঠ শ ম রশিদ কামাল, মোনায়েম খান,চামেলী সিনহা চারু, শহীদুল জয়,সনাতন মিত্র ,ইমরান সিকদার, উইলিয়াম রনি গোমেজ, মোজাফফ বাবু,সমর বড়য়া,অমৃতা অদিতি বড়ুয়া, পলাশ দেবনাথ, সুমন দাশগুপ্ত,
কথাসাহিত্যিক হারুন চৌধুরী উপন্যাস ‘ মিশন আফগানিস্তান গ্রন্হের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি কবি মোফাজ্জল করিম।
ভার্চুয়ালি মাধ্যমে সুইডেন থেকে বক্তব্য রাখেন মিশন আফগানিস্তান এর লেখক হারুন চৌধুরী।
মুজতবা আলী সাহিত্য সম্মাননা প্রধান করা হয় কবিতায় রেজাউর রহমান চৌধুরী, অমিতা মজুমদার, ফেরদৌস শেরদিল ( যুক্তরাজ্য) কথাসাহিত্য হারুন চৌধুরী ( সুইডেন)
শুরুতেই সঙ্গীত শিল্পী ও শিক্ষক ড. অনুপম কুমার পালের পরিচালনায় কিরণ সংস্কৃতি সদন এর ছাত্র/ ছাত্রীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশ করেন। অনুষ্ঠানে সহযোগীতা করেন যুক্তরাজ্য প্রবাসী সংস্কৃতিজন মমি চৌধুরী। সঞ্চালনা করেন রুপালী বড়ুয়া।



মন্তব্য করুন