শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করল হোসাইন ফাউন্ডেশন

September 18, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ যোগাতে আর্থিক ভাবে পুরস্কৃত করেছে হোসাইন ফাউন্ডেশন নামের একটি মানবিক ও সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বিকেলে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে মানবতা ও সামাজিক সংগঠন হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নগদ অর্থ পুরস্কার প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (কবি ও লেখক) মো: আমিনুল ইসলাম।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্টানে সংগঠনের উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন- হোসেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ও কাউন্সিলর (ইউকে) এবং বিশিষ্ট সমাজসেবক কায়সার মাহমুদ হোসাইন লিমন।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com