শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করল হোসাইন ফাউন্ডেশন
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ যোগাতে আর্থিক ভাবে পুরস্কৃত করেছে হোসাইন ফাউন্ডেশন নামের একটি মানবিক ও সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বিকেলে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে মানবতা ও সামাজিক সংগঠন হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নগদ অর্থ পুরস্কার প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (কবি ও লেখক) মো: আমিনুল ইসলাম।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্টানে সংগঠনের উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন- হোসেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ও কাউন্সিলর (ইউকে) এবং বিশিষ্ট সমাজসেবক কায়সার মাহমুদ হোসাইন লিমন।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান।



মন্তব্য করুন