কুলাউড়ায় কিশোরীকে এসিড নিক্ষেপ

November 19, 2013,

কুলাউড়ায় ফুফা কতৃক রুজি বেগম (১৭) নামের এক কিশোরীকে এসিড নিক্ষেপের খবর পাওয়া গেছে। পরিবার সূত্রে জনা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের আত্তর আলীর মেয়ে রুজি বেগম (১৭)কে একই ইউনিয়নের বুধপাশা গ্রামের কিশোরীর আপন ফুফা ফজির আলী (৪০) গত ১৭ নভেম্বর রোববার দুপুরে রুজিদের বাড়ীতে এসে পূর্ব শত্রুতার জের তাদের ঘরের ভেতর প্রবেশ করে এসিড নিক্ষেপ করে। এসময় রুজি চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে আসলে এসিড নিক্ষেপকারী ফজির আলী পালিয়ে যায়। এসিডে শরীরের অধীকাংশ ঝলসে যাওয়া রুজিকে বাড়ীর লোকজন উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করেছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জান জানান, এব্যাপারে পরিবারের লোকজনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
কুলাউড়ায় ফুফা কতৃক রুজি বেগম (১৭) নামের এক কিশোরীকে এসিড নিক্ষেপের খবর পাওয়া গেছে। পরিবার সূত্রে জনা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের আত্তর আলীর মেয়ে রুজি বেগম (১৭)কে একই ইউনিয়নের বুধপাশা গ্রামের কিশোরীর আপন ফুফা ফজির আলী (৪০) গত ১৭ নভেম্বর রোববার দুপুরে রুজিদের বাড়ীতে এসে পূর্ব শত্রুতার জের তাদের ঘরের ভেতর প্রবেশ করে এসিড নিক্ষেপ করে। এসময় রুজি চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে আসলে এসিড নিক্ষেপকারী ফজির আলী পালিয়ে যায়। এসিডে শরীরের অধীকাংশ ঝলসে যাওয়া রুজিকে বাড়ীর লোকজন উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করেছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জান জানান, এব্যাপারে পরিবারের লোকজনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এইচ ডি রুবেল :

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com