কুলাউড়ায় ট্রাক চাপায় পথচারী নিহত
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় ট্রাকের চাপায় উস্তার মিয়া (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে। উস্তার মিয়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, তিনি বাজারের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চা পাতা বহনকারী কুলাউড়াগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় ট্রাকের চাপায় উস্তার মিয়া (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে। উস্তার মিয়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, তিনি বাজারের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চা পাতা বহনকারী কুলাউড়াগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন। স্টাফ রিপোর্টার॥
মন্তব্য করুন