মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৫টি গাড়ি ভাংচুর করেছে হরতাল সর্মথনকারীরা।

January 4, 2014,

সারাদেশে ১৮ দলীয় জোটের ডাকা হরতাল সর্মথনে জেলার শ্রীমঙ্গলে ৪৫ টি গাড়ি ভাংচুর করেছে হরতাল সর্মথনকারীরা। জানা যায়, ৩ জানুয়ারী রাত ১২ টার পর থেকে শ্রীমঙ্গল উপজেলার মুছাই, কাকিয়াবাজার ও সাতগাও এলাকায় অন্তত ৪৫টি ট্রাক,বাস, সিএনজি, পিকআপ ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়া বিক্ষিপ্ত ভাবে জেলার বিভিন্ন স্থানে আরো কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।
সারাদেশে à§§à§® দলীয় জোটের ডাকা হরতাল সর্মথনে জেলার শ্রীমঙ্গলে ৪৫ টি গাড়ি ভাংচুর করেছে হরতাল সর্মথনকারীরা। জানা যায়, à§© জানুয়ারী রাত ১২ টার পর থেকে শ্রীমঙ্গল উপজেলার মুছাই, কাকিয়াবাজার ও সাতগাও এলাকায় অন্তত ৪৫টি ট্রাক,বাস, সিএনজি, পিকআপ ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়া বিক্ষিপ্ত ভাবে জেলার বিভিন্ন স্থানে আরো কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। à¦¸à§à¦Ÿà¦¾à¦« রিপোর্টার॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com