কমলগঞ্জে সিপিবির উদ্যোগে চা বাগান শ্রমিক ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন

April 8, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি(সিপিবি)-র উদ্যোগে ১০টি চা বাগান প্রতিনিধিদের দিয়ে মতবিনিময় সভা করে কমলগঞ্জে চা বাগান শ্রমিক ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 রোববার ৮ এপ্রিল সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা সদরে সিপিবি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

চা শ্রমিক নেতা রাম ভজন ভরের সভাপতিত্বে সিপিবি কমলগঞ্জ শাখার সাধারন সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় ১০টি চা বাগান প্রতিনিধিদের মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চা শ্রমিক নেতা পুরণ উরাং। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারন সম্পাদক  নিলিমেষ ঘোষ বুলু ও কমলগঞ্জ শাখার সভাপতি আহমদ সিরাজ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাতির আহমদ, রমা কান্ত গোয়ালা, জয়নাথ উরাং, বিজন প্রসাদ ও শিক্ষক জিতেন্দ্র কমুার সিংহ। সভায় কমলগঞ্জের ১০টি চা বাগান আলীনগর, দেওড়াছড়া, মৃর্ত্তিঙ্গা, সুনছড়া, কুরমা, শ্রীগোবিন্দপুর, মাধবপুর, চাম্পারায় ও ধলাই চা বাগানের ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী রাম ভজন ভরকে আহ্বায়ক ও শাকিল আহমদকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট চা বাগান শ্রমিক ইউনিয়ন-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সিপিবি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আহমদ সিরাজ বলেন, আগামী এক মাসের মধ্যে পর্যায়ক্রমে কমলগঞ্জের সবগুলো চা বাগানে চা বাগান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হবে। নতুন কমিটি হলে তারা চা বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যা বের করে তার তুলে ধরে চা বাগান মালিক পক্ষও সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তার সমাধানে কাজ করবেন। পরবর্তীতে জেলা পর্যায়ে একটি বড় সম্মেলনেরও চেষ্টা আছে বলে সিপিবি নেতা আহমদ সিরাজ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com