কমলগঞ্জে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

April 25, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ম্যালেরিয়া নিয়ন্ত্রনে প্রস্তুত আমরা এই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে কমলগঞ্জে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০১৮ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ২৫ এপ্রিল বুধবার ব্র্যাক ম্যালেরিয়া নির্মুল কর্মসূচী, কমলগঞ্জ এর আয়োজনে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবিরের সভাপতিত্বে ও ব্র্যাক ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী উপজেলা ব্যবস্থাপক শাহানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর আনসার শোকরানা মান্না, মাওলানা ময়নুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক অতুল চন্দ্র দেব। সভায় বক্তারা ম্যালেরিয়া নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com