কুলাউড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

October 30, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউডা উপজেলায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩০ অক্টোবর শনিবার বিকেলে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদীচী শিল্পীগোষ্ঠী কুলাউড়া শাখার সভাপতি অধ্যক্ষ ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের পরিচালনায় ‘প্রতিদিন প্রতিবাদ, দুর হোক মৌলবাদ’ প্রতিপাদ্য বিষয়ক বক্তব্য রাখেন উদীচির উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া উদীচীর সাবেক সভাপতি ড.রজত কান্তি ভট্টাচার্য, শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক সিপার আহমদ ও বর্তমান সম্পাদক বিপুল চক্রবর্তী, জাসদ নেতা সাবেক পৌর কাউন্সিলার রফিকুল ইসলাম টিপু, ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক, কৃষক নেতা আব্দুল আজিজ, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, প্রভাষক জয়ন্ত দেবনাথ, হোসেন মনসুর, নান্টু দাস, দিলীপ ঘোষ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, উদীচী সংগঠন ৫৩ বছর ধরে মনুষ্যত্ব জাগরণের আন্দোলন করে আসছে। তাই বাংলাদেশের ইতিহাস আর উদীচীর ইতিহাস একই। উদীচী সব সময় মানুষের কল্যাণে কাজ করে গেছে। উদীচী শিল্পী গোষ্ঠীর মানুষজন বাংলাদেশের অসহায় অত্যাচার নিপীড়িত মানুষকে আলোর পথ দেখায়। আলোচনা সভা শেষে কুলাউড়া উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মনোমুগ্ধকর গনসঙ্গীত ও লোকসঙ্গীত পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com