সিলেটে জৈন্তাপুরে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে উলামা পরিষদের মানববন্ধন
আশরাফ আলী॥ সিলেটের জৈন্তার আমবাড়ীতে আটরশি ভন্ড সন্ত্রাসী কর্তৃক মাদরাসা ছাত্র, শিক্ষক ও মুসল্লীদের উপর হামলা এবং মাদরাসা ছাত্র নিহতের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছে উলামা পরিষদ মৌলভীবাজার জেলা।
মঙ্গলবার ৬ মার্চ দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে মাওলানা আব্দুল বারী ধরমপুরীর সভাপতিত্বে ও মাওলানা মুজিবুর রহমান মুজাহিদের পরিচলানায় বক্তব্য রাখেন মাওলানা নুরে আলম হামিদী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আহমদ বেলাল, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন ও শেখবাড়ী মাদরাসার শিক্ষা সচিব মাওলানা রশিদ আহমদ।
মানববন্ধনে বিভিন্ন কওমী মাদরাসার উলমায়ে কেরাম ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা বিভিন্ন ধরণের স্লোগান দেন। মাদরাসা ছাত্র ও শিক্ষকদের উপর হামলা সইবেনা বাংলা, সইবেনা তাওহীদি জনতা। ভন্ড সন্ত্রাসীদের আস্তানা বাংলার জমিনে থাকবেনা, থাকতে পারেনা।



মন্তব্য করুন