কেএসআর এম কোম্পানির পার্টনারস মিট

March 8, 2018,

স্টাফ রিপোর্টার॥ কবির স্টিল ইন্ডাস্টিজ (কেএসআরএম) এর পার্টনারস মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৪ মার্চ সিলেটের হবিগঞ্জের পাঁচ তারকা হোটেল দ্যা প্যালেসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেএসআরএম কোম্পানীর সিলেট বিভাগের পরিবেশকরা (পার্টনারসরা) উপস্থিত ছিলেন। সকাল থেকে শুরু হয়ে  অনুষ্ঠান চলে বিকেল ৫টা পর্যন্ত। ঘরণী আড্ডার মত এই পার্টনারস মিট অনুষ্ঠানে কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান ও উৎপাদন পদ্ধতি ভিডিও চিত্রের মাধ্যেমে প্রদর্শন করেন।

এসময় উপস্থিত ব্যবসায়ীরা তাদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। ব্যবসায়ীদের বক্তব্য শোনে তাদের সহযোগিতার প্রতিশ্রুতিদেন কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা, ভিডিও প্রদর্শন ও প্রশ্ন উত্তর শেষে ছিল অংশ নেওয়া সকল পার্টনারসদের জন্য র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র তে ছিল আর্কষণীয় পুরস্কার। এরপর কোম্পানীর সৌজন্যে মধ্যাহ্নভোজে অংশ নেন পার্টনারসরা। 

মধ্যাহ্নভোজের পর  সকল অংশগ্রহণকারী ব্যবসায়ী (পার্টনারস) দের জন্য কোম্পানীর পক্ষ থেকে আর্কষণীয় গিফট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে এস আর এম কোম্পানীর ডিরেক্টর (মার্কেটিং ও সেলস) মো: এনামুল হক, ডিজিএম (মার্কেটিং ও সেলস) মোঃ আশরাফ উদ্দিন, সিনিয়র ম্যানেজার মোঃ মোজাম্মেল হক, জাহিন হার্ডওয়ারের সত্বাধীকারী সৈয়দ হুমায়েদ আলী শাহীন, হাজী আব্দুল খালিক এন্ড সন্স এর সত্বাধীকারী শামিম আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com