যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্কের মানববন্ধন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ সময় এখন নারীর:উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে প্রেসক্লাব চত্বরে ৮ মার্চ বৃহস্পতিবার আন্তজার্তিক নারী দিবস ২০১৮ উদযাপনের অংশ হিসেবে জেলা যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক, মৌলভীবাজারের উদোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাাখেন জেলা যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্কের উপদেষ্টা ডা: জিল্লুল হক, হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আহ্বায়ক রাশেদা বেগম,যুগ্ম-আহ্বায়ক ও সাংবাাদিক নজরুল ইসলাম মুহিব, দুরুদ আহমেদ, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, দি মৌলভীবাজার ওমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রজ এর সভাপতি রোকেয়া মাহবুব চৌধুরী, হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধুরী মজমুদার, শাহ হেলাল উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা অপরাজিতা দে প্রমুখ। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীসহ ও অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন