বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিএনপির অবস্থান ধর্মঘট পালিত
ইমাদ উদ দীন॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপি অবস্থান ধর্মঘট পালন করেছে।
৮ মার্চ বৃহস্পতিবার সকালে বাজার স্কুলের সামনে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও কামালপুর ইউপি চেয়ারম্যান ফয়সল আহমদ, সাবেক জেলা ছাত্রদলের সম্পাদক নুরুল আলম নোমান, আব্দুল করিম ইমানী, পৌর ছাত্রদল নেতা সামি আহমদ, খায়রুল ইসলাম, জহিরুল ইসলাম মামুন, শাওন মিয়া,তুষার আহমদ, যুবদল নেতা মাসুদ আহমদ, জুবেদ আহমদ, টিপু মিয়া ও মিজানুর রহমান প্রমুখ।
এদিকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বেগম খালেদা রব্বানীর নেতৃত্বে দুপুরের দিকে শহরের চৌমুহনা-শমসেরনগর রোডে অবস্থান ধর্মঘট পালিত হয়। বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সাবেক ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আনকার আলী সুলেমান, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যন শামিম আহমদ, জেলা বিএনপি নেতা সামছুল হক সামা,জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা যুবদল নেতা আব্দুস সালাম মেম্বার,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা জিয়া মঞ্চের সভাপতি মুনাহিম কবির,জেলা জিসাসের সভাপতি মিলাদ হোসেন,সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামীম জাফর, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহাদ,আবু বকর, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ,জাকির হোসেন সাফিন,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হান্নান,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল মিয়া, যুগ্ম আহবায়ক রাজু আহমদ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন অবিলম্বে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।



মন্তব্য করুন