বিশিষ্ট সমাজ সেবক আবু শাহাজান আর নেই : সর্বমহলের শোক

March 9, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ আবু সাহাজান (৭৮) আর নেই।

৮ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ মেয়ে ২ ছেলে, মেয়ের জামাতা, পুত্রবধু, নাতি-নাতনী, আতœীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজায় মরহুমের নামাজে যানাজা ৯ মার্চ শুক্রবার বিকেল ৩.০০ ঘটিকায় হিলালপুরস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের ইমামতি করেন মুফতি মাওলানা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। জানাযার নামাজে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাংগঠনিক বকশী মিছবাউর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সহ সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন প্রমুখ।

তার মৃত্যুতে গভীর শোক ও শুকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি এম.নাসের রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান সহ নানা শ্রেণী পেশার বিশিষ্টজন।

জীবদ্দশায় তিনি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি, বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক, বিএনএসবি চক্ষু হাসপাতালের সহ সভাপতি, জেলা রোগীকল্যাণ সমিতির সহ সভাপতি, ইসলাম মিশনের সভাপতি, শাহ হেলাল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। আমৃত্যু তিনি নানা সমাজ সেবা মূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। তার মৃত্যুতে সর্বমহলে শোক নেমে আসে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com