মনু থিয়েটারের ২৯ বছরে পদার্পন

March 10, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের অন্যতম নাট্যদল মনু থিয়েটার পদার্পন করল ২৯ বছরে।    

মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মনু থিয়েটারের দলনেতা আ.স.ম. ছালেহ সোহেল, মনু থিয়েটার সদস্য বিশ্বজিৎ বিজিত, মনু থিয়েটার সদস্য আব্দুল হাফিজ চৌধুরী, জীবনচক্র থিয়েটারের শাহীন ইকবালের কবিতা আবৃতি দিয়ে শুরু, দুটি পথনাটক ‘বিয়ে’ ও ‘বোমা’ প্রদর্শন এবং কেক কেটে উদযাপন করা হয় দিনটি।

৭ মার্চ বুধবার মনু থিয়েটারের ২৯ বছর পদার্পন উপলক্ষ্যে আয়োজনে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, নাট্যদল দৃষ্টিপাত এর সভাপতি আব্দুল মতিন, জীবনচক্র থিয়েটারের সভাপতি আনোয়ার হোসেন দুলাল, বাধঁন থিয়েটারের সভাপতি রুহেল আহমদ, প্রথম আলো জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, শাহজালাল ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক শাহাদৎ বখত, চিত্রশিল্পী শেখ নাইম দিপু, বিটিভি জেলা প্রতিনিধি হাসানাত কামাল, নবীন সংঘ থিয়েটারের সহ সভাপতি মশিউর রহমান জসিম ও সাধারন সম্পাদক রিপন মাহমুদ রনি প্রমুখ।

কয়ছর আহমদের রচনা ও নির্দেশনায় ‘বিয়ে’ নাটকে অভিনয় করেন মারুফ আহমদ, মুহিনুর রহমান, দেবাশীষ দাশ গুপ্ত, মোঃ সাইফুল বারী চৌধুরী ও নিশিতা দাশ রাত্রি। কয়ছর আহমদের রচনা ও আ.স.ম. ছালেহ সোহেলের নির্দেশনায় ‘বোমা’ নাটকে অভিনয় করেন ছালেহ সোহেল, সুদীপ দাশ, রাসেল আহমদ, মুহিনুর রহমান, দেবাশীষ দাশ গুপ্ত ও চয়ন রায়।ৃ

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com