মুক্তিযুদ্ধকালীন কন্ঠযোদ্ধা ও সংগীতগুরু ছায়া রায়ের সম্মাননা ও বসন্ত উৎসব পালিত

March 10, 2018,

স্টাফ রিপোর্টার॥ ঋতুরাজ বসন্তে প্রকৃতি সাজে লাবণ্যময় রুপে। এই রুপান্তরের শুভক্ষণে ওস্তাদ গজেন্দ্রলাল সংগীত সদনের শিক্ষার্থীদের প্রয়াস বসন্ত গুরুর দ্বারে। মুক্তিযুদ্ধকালীন কন্ঠযোদ্ধা

সংগীতগুরু ছায়া রায়ের সম্মাননা ও বসন্ত উৎসব পালিত হয় মৌলভীবাজারের ।
৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় ওস্তাদ গজেন্দ্রলাল সংগীত সদন এর আয়োজনে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্টিত হয় ছায়া রায়ের সম্মাননা ও বসন্ত উৎসব।
প্রদিপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও কন্ঠযোদ্ধা সংগীতগুরু ছায়া রায়। এমসয় প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসিন ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সংগীতগুরু ছায়া রায়কে সম্মাননা স্বারক তুলে দেন। সর্বস্তরের সংগীত প্রেমিরা উপস্তিত হয়ে অনুষ্ঠান উপভোক করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com