মুক্তিযুদ্ধকালীন কন্ঠযোদ্ধা ও সংগীতগুরু ছায়া রায়ের সম্মাননা ও বসন্ত উৎসব পালিত
স্টাফ রিপোর্টার॥ ঋতুরাজ বসন্তে প্রকৃতি সাজে লাবণ্যময় রুপে। এই রুপান্তরের শুভক্ষণে ওস্তাদ গজেন্দ্রলাল সংগীত সদনের শিক্ষার্থীদের প্রয়াস বসন্ত গুরুর দ্বারে। মুক্তিযুদ্ধকালীন কন্ঠযোদ্ধা

সংগীতগুরু ছায়া রায়ের সম্মাননা ও বসন্ত উৎসব পালিত হয় মৌলভীবাজারের ।
৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় ওস্তাদ গজেন্দ্রলাল সংগীত সদন এর আয়োজনে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্টিত হয় ছায়া রায়ের সম্মাননা ও বসন্ত উৎসব।
প্রদিপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও কন্ঠযোদ্ধা সংগীতগুরু ছায়া রায়। এমসয় প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসিন ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সংগীতগুরু ছায়া রায়কে সম্মাননা স্বারক তুলে দেন। সর্বস্তরের সংগীত প্রেমিরা উপস্তিত হয়ে অনুষ্ঠান উপভোক করেন।



মন্তব্য করুন