বড়লেখায় খাসিয়া পুঞ্জিতে স্কুল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৭ নং খাসিয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি ১০ মার্চ শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মাণ কাজে সরকারের ব্যয় হবে প্রায় ৮০ লাখ ৩৯ হাজার ৩৩১ টাকা।
মাধবকু- খাসিয়া পুঞ্জির হেডম্যান ওয়ান বর গিরির সভাপতিত্বে ও তারজেন পাপাংয়ের পরিচালনায় এ উপলক্ষে খাসিয়া পুঞ্জি মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, কাতার প্রবাসী কমিউনিটি নেতা কপিল উদ্দিন, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভ্রত কুমার দাস শিমুল, জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন, যুবলীগ নেতা সুজিত চন্দ্র দাস প্রমুখ।



মন্তব্য করুন