বড়লেখার পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর
March 18, 2018,
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পাথারিয়া ছোটলিখা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষাসফর প্রতিবছরই অনুষ্ঠিত হয়ে থাকে। ‘পরিভ্রমণে জ্ঞানার্জন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ মার্চ শুক্রবার এ প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা এবার বিশে^র একমাত্র রেইন ফরেস্ট জেলার শ্রীমঙ্গলস্থ লাউয়াছড়া বন এবং বধ্যভূমি ’৭১ ও কমলগঞ্জের মাধবপুর লেক দর্শন করেছে। সকাল থেকে রাত অবধি আনন্দ-গান আর হৈ-হুলে¬াড়ে কাটে শিক্ষার্থীদের সময়। পিকনিক টিমের নেতৃত্বে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম। এ সময় সাথে ছিলেন সাংবাদিক জালাল আহমদ ও শিক্ষক জাকির হোসেন, চিত্তরঞ্জন কর, জাহিদ আহমদ প্রমুখ।



মন্তব্য করুন