বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিয়ানীবাজারের নিদনপুর চ্যাম্পিয়ন
March 18, 2018,
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের পাকশাইল মাঠে স্থানীয় যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রোববার অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা ড্র হয়। ট্রাইব্রেকারে গোলাপগঞ্জের কাদিপুর ফুটবল ্একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিয়ানীবাজারের সোপাতলা নিদনপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আজিমুল হকের সভাপতিত্বে ও বুলবুল আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক কৃতী ফুটবলার আব্দুল আহাদ, সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, আ’লীগ নেতা শামীম আহমদ, যুবলীগ নেতা রাসেল আহমদ, সুমন আহমদ।



মন্তব্য করুন