বড়লেখায় মাদকসেবক যুবকের রহস্যজনক মৃত্যু ঝুলন্ত লাশ উদ্ধার
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় রাসেল আহমদ (২০) নামে এক মাদকসেবক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
১৯ মার্চ সোমবার সকালে থানা পুলিশ শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সে পৌরশহরের পানিধার এলাকার জহির আলী ছেলে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ, নিহত যুবকের স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রাসেল আহমদ মাদক সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়ে। প্রায় এক সপ্তাহ পূর্বে সে বড়লেখা থানার একটি মাদক মামলায় কারাগার থেকে জামিনে ছাড়া পায়। রোববার রাতে রাসেল আহমদ নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পুলিশ দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রাসেলের ঝুলন্ত লাশ দেখতে পায়।
বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, রাসেল আহমদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। এর দায়ে পুলিশের হাতে সে কয়েকবার গ্রেফতার হয়। তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পোষ্ট মোর্টেম রিপোর্ট পেলে বোঝা যাবে মৃত্যুর পেছনে অন্য কোন কারণ রয়েছে কি না।



মন্তব্য করুন