বড়লেখায় ভুল ও অসংলগ্ন দাওয়াতপত্র নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সমালোচনার ঝড়

March 27, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালনের দাওয়াতপত্রে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল চন্দ্র নাথের বানান ভুল ও অসংলগ্ন শব্দ ব্যবহারের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। অনেকেই তার যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাগত দায়িত্ব পালন নিয়ে নানা প্রশ্ন তুলেছেন।
জানা গেছে, ২৬ মার্চ সোমবার মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিদের অংশগ্রহনের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল চন্দ্র নাথ ছাপানো আমন্ত্রণপত্র বিলি করেন। হিন্দু হয়েও তিনি এ আমন্ত্রণপত্রের উপরে ‘বিছমিল্লাহির রাহমানির রাহিম’ এবং চিঠির শুরুতে ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ লিখেন এবং নিচের দিকে নিজের নামের পুর্বে ‘বাবু’ যুক্ত করেন যা মুসলিম অতিথিদের কটাক্ষ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সমালোচনা করেন। এছাড়া মহান স্বাধীনতা দিবসের বানানে “মহাস স্বাধীন্তা” লিখে উক্ত দিবসটিকে অবমাননা করেছেন বলে এফবিতে মন্তব্য করা হয়েছে। আমন্ত্রণকারী শিক্ষক উনার নামের আগে ‘বাবু’ লিখায় সেটাকেও ভুল বলে আখ্যায়িত করেছেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল চন্দ্র নাথ জানান, স্কুলের এক সহকারী শিক্ষক এ চিঠি ছাপিয়ে বিলি করেন। তিনি তা দেখেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠার সত্যতা স্বীকার করে বলেন, চিঠি বিলিকারী ওই সহকারী শিক্ষক অনেককে অনুরোধ করছেন ফেইস বুক ওয়াল থেকে এ চিঠিটি মূছে ফেলতে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com