বড়লেখায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন মাসুমের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আব্দুল হান্নান, তপন আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুস শুক্কুর, সামছুল ইসলাম রিফাত প্রমুখ।



মন্তব্য করুন