বড়লেখায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
April 1, 2018,
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ১ এপ্রিল রোববার সকালে র্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় পিসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, রিয়াজ উদ্দিন, আব্দুল হান্নান, ফনি চন্দ্র শীল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান, সদস্য সচিব সুভাশিষ দে শুভ্র, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন মাসুম প্রমুখ।



মন্তব্য করুন