মৌলভীবাজার জেলা অটো টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো ও আমাদের বক্তব্য
মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটো রিকশা, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনং (চট্র:২৩৫৯) এর অর্ন্তভুক্ত সম্মানিত চালক শ্রমিক ভাইয়েরা। সালাম-আদাব ও আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন সম্প্রতি একটি কুচক্রী মহল আমাদের বয়ে চলা ঐক্য ও সংগঠনের ভাবমূর্তি বিনষ্ট করতে তারা মরিয়া হয়ে উঠেছে। তারা সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপর নানা মিথ্যা অপপ্রচার, কুৎসা ও ভূয়া আহবায়ক কমিটি তৈরীর গুজব ছড়িয়ে শ্রমিক ভাইদের মধ্যে অনৈক্য সৃষ্টির পায়তারা করছে। ওই কুচক্রীমহল চায় আমাদের মধ্যে দ্বিধা-দ্বন্ধ ও মতভেদ সৃষ্টি করে এই সুনামধন্য সংগঠনের ঐতিহ্য ধুলিসাৎ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দু-একজন ব্যাক্তির স্বার্থে সংগঠন জবর দখলের। তাদের এই হীন উদ্দেশ্য চরিতাত্র করতে একাধিকবার দল পরিবর্তনকারী মতলব বাজ শিবলুকে কাজে লাগিয়েছে। শিবলু পেশি শক্তি হিসেবে আলীম উদ্দিন হালিম নামের বহিরাগত একজনকে সংগঠনের ভূয়া সদস্য বানিয়ে তাকে সাথে নিয়ে সংগঠনের বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালিয়ে নির্বাচন বানচাল করে দু একজন ব্যাক্তির স্বার্থ হাসিলে তাদের ছত্রছায়ায় জবর দখল করতে চাইছে। গত ২৫ মার্চ ২০১৮ইং তারিখে মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তাদের এই মিথ্যা, বানোয়াট ও বিভান্তিমূলক অপপ্রচারের বিষয়টি সাংবাদিক ভাইদের সামনে তুলে ধরেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম দপ্তর কর্তৃক আমাদের কাছে প্রেরিত নানা তথ্য উপাত্যও তাদেরকে দেখিয়েছি। সংবাদ সম্মেলনে মৌলভীবাজার জেলা ও ৭উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা সংগঠনের নেতাকর্মীদের সম্মান ও ভাবমূর্তি রক্ষায় অপপ্রচার কারী শিবলু ও বহিরাগত আলিম গংদের বিরুদ্ধে ২০ মার্চ মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেছি। সম্মানিত চালক শ্রমিক ভাইয়েরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম দপ্তর নির্দেশিত ও আমাদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ১৩ই এপ্রিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে ভোটের মাধ্যমে আপনারাই আপনাদের কাঙ্খিত নেতৃবৃন্দ নির্বাচিত করবেন। নির্বাচনের প্রক্রিয়াও চূড়ান্ত। আমাদের সংগঠনের কোন আহবায়ক কমিটি দেয়নি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম দপ্তর। নতুন কমিটি নির্বাচিত হয়ে দ্বায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটি সংগঠনের কার্য নির্বাহ করবে। তাই কারো লোভনীয় বিভান্ত্রিমূলক কান কথায় সংগঠন ও আপনাদের সুনাম,ঐক্য ও সম্মান হেও নানা করার উদাত্ত আহবান করছি। আমরা আপনাদের অর্পিত পবিত্র আমানাত রক্ষায় সাধ্যানুযায়ী চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। আমরা ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে সাধারণ সভার মাধ্যমে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে বিগত ৩ বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরি। আমরা সংগঠনের ১৭৩ জন মৃত শ্রমিক ভাইদের পরিবারকে ৭ হাজার টাকা করে দিয়েছি। বিগত কমিটির প্রায় ২ লক্ষ টাকা রেখে যাওয়া ঋণও পরিশোধ করেছি। এবারই প্রথম নির্বাচন উপলক্ষে শ্রমিক কার্ড বাবত কোন টাকা না নিয়ে তা গচ্ছিত তহবিল থেকেই খরচ করা হচ্ছে। সম্মানিত শ্রমিক ভাইদের আরো কল্যাণে কিভাবে কাজ করা যায় অর্জিত অভিজ্ঞতার আলোকে সে চেষ্ঠা চালাচ্ছি। মানুষ হিসেবে ভুলত্রুটি থাকটা স্বাভাবিক। তাই ক্ষমা চাই। আর সংগঠনের স্বার্থে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই। আপনাদের সু-স্বাস্থ্য ও মঙ্গলময় জীবন কামনায়।
মো: পাবেল মিয়া, সভাপতি ও আজিজুল হক সেলিম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়ন, রেজিনং (চট্র২৩৫৯)



মন্তব্য করুন