বড়লেখায় কাপড়ের দোকানে চুরি
April 5, 2018,
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরশহরের হাজী মস্তকিন আলী মার্কেটের বয়েজ হার্ট অ্যান্ড কুইন নামক একটি কাপড়ের দোকানে চুরি ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বুধবার ভোরবেলা এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দোকান মালিক সৈয়দ আব্দুস সামাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
দোকান মালিক সৈয়দ আব্দুস সামাদ জানান, ‘সকালে দোকানে এসে দেখি তালা ভাঙা। চোরেরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ক্যাশ বক্স ভেঙে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও বিভিন্ন ধরনের প্রায় ৩ লাখ টাকার কাপড়চোপড় নিয়ে গেছে।’



মন্তব্য করুন