কমলগঞ্জে বন আইনে সাজাপ্রাপ্ত আসামী কুমিল্লা থেকে গ্রেফতার

April 18, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বন আইনে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুর রহিম (৪০)-কে কুমিল্লার বুড়িচং বাজার থেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ১৭ এপ্রিল দিবাগত রাতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণমোহন দেবনাথ এর নেতৃত্বে এএসআই আনিসুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। বুধবার আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণমোহন দেবনাথ জানান, ২০০৪ সালে বন আইনে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের আব্দুল আলীম এর পুত্র আব্দুর রহিম (৪০) দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানা পুলিশের সহায়তায় বুড়িচং বাজারের একটি ফার্নিচার দোকান থেকে আব্দুর রহিমকে আটক করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোকতাদির পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com