বিশ্ব বই দিবসে কমলগঞ্জের শমশেরনগর হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা
বিকুল চক্রবর্তী॥ বিশ্ব বই দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিষয় ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাছাড়া বিশ্ব বই দিবসে বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার ২৩ এপ্রিল বেলা ১২টায় বিদ্যালয় মিলনায়তনে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দুটি দল গঠন করে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশ্ব বই দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)-এর পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর আওতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহায়তায় সোমবার দুপুরে হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির চারজন করে ছাত্রী নিয়ে বিতর্ক প্রতিযোগিতার জন্য দুটি দল গঠন করা হয়। বিতর্কের বিষয় ছিল “ অর্থই অনর্থের মূল”। বিষয়ের পক্ষে ছিল দশম শ্রেণি ও বিপক্ষে ছিল নবম শ্রেণি। তুমুল প্রতিযোগিতা মূলক বিতর্কে দশম শ্রেণি জয়লাভ করে। এ দলের দল নেতা আবিয়া ইসলাম সেরা বক্তা নির্বাচিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন এ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ বি এম মাসুদুর রহমান।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বিপ্লব ভূষণ দাসের সঞ্চালনায় বই পড়ার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য আইডিয়াল কে জি স্কুলের অধ্যক্ষ মো: মুজিবুর রহমান রঞ্জু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য স্বপন মল্লিক। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন সিনিয়র শিক্ষক আজিজুর রহমান চৌধুরী, উত্তম লোহার, এ বি এম মাসুদুর রহমান ও শিক্ষিকা হালিমা বেগম।
আলোচনা সভা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার হিসাবে বই বিতরণ করা হয়। আর বিজিত দলের মাঝে শিক্ষা উপকরণ হিসাবে কলম বিতরণ করা হয়। তাছাড়া সেবা বক্তা বিজয়ী দলের নেতা আবিয়া ইসলামকেও পুরষ্কৃত করা হয়।



মন্তব্য করুন