কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতে লাইনের ব্যাপক ক্ষতি ॥ ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ভোরে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন সংস্কারের ৬ ঘন্টা পর উপজেলার গুরত্বপূর্ণ এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ করা হয়।
২৫ এপ্রিল বুধবার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার ভিতর দিয়ে চলে যাওয়া ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইনে ছেড়া তার সংস্কার করে ও ভেঙ্গে পড়া গাছ অপসারণের ৬ ঘন্টা পর পর্যায়ক্রমে উপজেলা সদর, শমশেরনগর, মুন্সীবাজার, হাজীপুরসহ আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। পরবর্তীতে ১১ কেভির আঞ্চলিক লাইন সমূহের ছেড়া তার সংস্কার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করলেও বেলা ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়নি।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোবারক হোসেন সরকার বলেন, বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের উপর গাছ পড়ে তার ছিড়ে যাওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে। মাঠ পর্যায়ে বিদ্যুৎকর্মীরা সংস্কার কাজে ব্যস্ত রয়েছে। বিকালের মধ্যে পুরো এলাকা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে উঠবে।



মন্তব্য করুন