কমলগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

April 29, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ৩ সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৭ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর গ্রামে।
জানা যায়, মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর গ্রামের সুলতান মিয়া স্ত্রী ৩ সন্তানের জননী মিনা বেগম (২২) ২৭ এপ্রিল শুক্রবার বাড়ির সকলের অজান্তে বিষপান করে। সাথে সাথে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নেয়া হয়। সেখান থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় পর কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। পরে কমলগঞ্জ থানা পুলিশকে জানিয়ে মিনা আক্তারের লাশ ময়নাতদন্ত করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি হাসপাতাল থেকে জানানো হয়েছে। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে একটি সূত্রে জানা যায়, পারিবারীক বিরোধের কারণেই গৃহবধূ আত্মহত্যা করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com