ফলো আপ: কমলগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ সংবাদ প্রকাশের পর কারণ অনুসন্ধানে তদন্ত দল গঠন

April 29, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ২৬ এপ্রিল বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে পরদিন শুক্রবার বিকালে ইসলামপুর ইউনিয়নের ৪ মাস বয়সের মেয়ে মিম মারা যায়।

২৮ এপ্রিল গনমাধ্যমে “চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ” শীর্ষক সংবাদ প্রকাশের পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে চেয়ে উপজেলা পর্যায়ে প্রতিবেদন চাওয়ার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইসলামপুর ইউনিয়নের মুজিব আলী ও মিরজান বেগমের ৪ মাস বয়সী শিশু মিম মারা যায়। শুক্রবার বিকাল ঘটনার পর থেকে শিশুটির মা  ও বাবা অভিযোগ করেছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অবহেলায় সে মারা গেছে। ঘটনার পর মারা যাওয়া শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে শুনে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইয়াহিয়া এ মৃত্যুর প্রকৃত কারণ জানতে চেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মোহাম্মদ সাজেদুল কবির ও কর্তব্যরত চিকিৎসকের কাছে প্রতিদেবন চেয়েছেন।

এ দিকে এ শিশুর মৃত্যুর খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশের পর স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা থেকে ৫ সদস্যের একটি তদন্ত দল গঠন করে প্রেরণ করেছেন। তদন্ত দলটি রোববার ২৯ এপ্রিল রাতের মধ্যেই কমলগঞ্জে পৌছার কথা। নাম প্রকাশে অনিচ্ছুক কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি নির্ভরযোগ্য সূত্র ঢাকা থেকে ৫ সদস্যের তদন্ত দল গঠনের ও দলটি কমলগঞ্জে আসছেন এর সত্যতা নিশ্চিত করে বলেন এ দলের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে অবস্থান করবেন। সূত্রটি আরও জানায়, মৌলভীবাজারের সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। রোববার সরকারী ছুটি চলছে বলে সোমবার অফিসিয়াল পত্র পাওয়া যাবে।

তবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইয়াহিয়া বলেন, শুক্রবার সন্ধ্যায় তিনি ঘটনাটি শুনে এ মৃত্যুর কারণ সম্পর্কে একটি প্রতিবেদন চেয়েছেন আবাসিক মেডিক্যাল অফিসারের কাছে। ঢাকা থেকে ৫ সদস্যের তদন্ত দল আসছেন এ সম্পর্কে তিনি কোন কথা না বলে জানান সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে বিস্তারিত জেনে বলতে পারবেন।

উল্লেখ্য, শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর গ্রাম থেকে বৃহস্পতিবার ২৬ এপ্রিল রাত ৮টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল। ভর্তির পর রাতের তেমন কোন চিকিৎসা সেবা পাওয়া যায়নি। শুক্রবার সকালে শিশুটিকে একটি ইনজেকশন প্রয়োগ করার পর অবস্থার কিছুটা অবনতি হলে পরবর্তীতে শিশুর উন্নত চিকিৎসার তেমন কোন ব্যবস্থা গ্রহন না করা হলে অবশেষে শুক্রবার বিকাল ৩টা ২০ মিনিটে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু মিম মারা যায়। মৃত্যুর পর শিশুর মা মিরজান বেগম উপস্থিত সাংবাদিকদের বলেছিলেন, চিকিৎসকরা সঠিকভাবে সেবা দিলে হয়ত সে মারা যেত না।

শুক্রবার বিকালে আলাপকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রশান্ত পাল বলেছিলেন, শিশুটি এ আর ই (একুইট রেসপেটরী ইনফেকশন) (শ্বাসকষ্ট জনিত) রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে ভর্তি হয়েছিল। এ আর আই নিউমোনিয়ার প্রাথমকি স্তর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com