হোটেল শ্রমিকদের ছুটি দাবির প্রেক্ষিতে পহেলা মে বেতনসহ ছুটি প্রদানে মালিক পক্ষকে উপ-মহাপরিদর্শকের চিঠি

April 29, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  আসন্ন মে দিবস উপলক্ষে পহেলা মে সকল হোটেল শ্রমিকদের বেতনসহ ছুটি প্রদানের জন্য হোটেল মালিকদেরকে চিঠি দিয়েছেন শ্রীমঙ্গলস্থ কলকারখান ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক। মে দিবস উপলক্ষে ১ মে বেতনসহ ছুটি প্রদানের দাবিতে ৫ এপ্রিল মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসক, উপ-মহাপরিদর্শক, হোটেল মালিক সমিতি বরাবর স্মারকলিপি প্রদান করে।

হোটেল শ্রমিকদের স্মারকলিপির প্রেক্ষিতে  ২৪ এপ্রিল শ্রীমঙ্গলস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. ইউসুফ আলী স্বাক্ষরিত এই চিঠি প্রদান করা হয়। চিঠিতে মে দিবসের পাশাপাশি বছরে ১১ দিন উৎসব ছুটি, সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট ও শ্রমআইনের বিধি বিধান কার্যকর করার জন্য হোটেল মালিকদেরকে অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামাল বলেন, আমাদের ধারাবাহিক আন্দোলন ও দাবির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে মালিকদের প্রতি এই নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি মালিকপক্ষ সরকারি আদেশ মান্য করে শ্রমিকদের মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে সহযোগিতা করার সাথে সাথে অবিলম্বে সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট ও শ্রম আইনের বিধি বিধান কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করবেন।

শ্রীমঙ্গলস্থ কলকারখান ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. ইউসুফ আলী চিঠি প্রদানের সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি অনুষ্ঠানে মালিক পক্ষ ও মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে বেতনসহ ছুটি প্রদানের কথা বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com